শরীয়তপুরে পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ৩

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৪:৪৮ | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৭, ১৪:১৪

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি নামক স্থানে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন নিখোঁজদের স্বজনেরা।

স্থানীয় নৌ পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মিলেনি। উদ্ধার করতে পারেনি ট্রলারটিও। এ ঘটনার পর ঘটনাস্থলে হাজার লোক ভিড় জমিয়েছে নদীর পাড়ে। স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

সুরেশ্বর নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকালে জাজিরা উপজেলার উত্তর ডুবলদিয়া গ্রাম থেকে ১৬ জন নারী পুরুষ একটি নৌকা ট্রলারযোগে সুরেশ্বর মজিদ শাহর দরবার শরিফ যায়। সেখানে সারারাত তারা পীরের বাড়ি জিকির আজকার করে ওই ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জাজিরা উপজেলার বড়কান্দি উত্তর ডুবলদিয়া গ্রামের বাড়ি রওয়ানা দেয়। পথিমধ্যে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি নামক স্থানে পৌঁছলে ট্রলারের জ্বালানি তেল ফুরিয়ে যায়। সকাল অনুমান সাড়ে ৭টায় ট্রলার চালক দেলোয়ার হোসেন হাওলাদার ট্রলারটি ঈশ্বরকাঠি নামক স্থানে পদ্মার তীরে বেঁধে রেখে স্থানীয় কাইয়ুমখার বাজারে জ্বালানি তেল আনতে যান। কিছুদূর যাওয়ার পর নদীর পাড় পানির স্রোতে ধসে গেলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও জাজিরা আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রুমান (১৮), ট্রলার চালক দেলোয়ার হোসেন হাওলাদারের কন্যা আয়েশা (আড়াই) ও উত্তর ডুবলদিয়া গ্রামের মৃত জবেদ আলী আকনের স্ত্রী শিরিন বেগম (৬৫) নিখোঁজ হয়ে যায়। তাদের বাড়ি জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া গ্রামে।

সংবাদ পেয়ে নড়িয়া ও জাজিরা থানা পুলিশ, সুরেশ্বর নৌ পুলিশ ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারযোগে উদ্ধার তৎপরতা চালায়। তবে এখনো ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করতে পারেনি।

সুরেশ্বর নৌপুলিশের উপপরিদর্শক আলাউদ্দিন আসলাম বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা নদীতে ট্রলারযোগে উদ্ধার অভিযান পরিচালনা করি। এখন পর্যন্ত নিখোঁজ ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের কোনো সন্ধান করতে পারিনি। ধারণা করা হচ্ছে পানির স্রোতে অনেক দূরে ভেসে গেছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আ. রহমান বলেন, ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি। এখনো খুলনা থেকে ডুবুরি আসেনি। ডুবুরি আসার পরে উদ্ধার কাজে জোর তৎপরতা চলবে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :