জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহতদের দাফন সম্পন্ন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৭, ১৪:৩২

জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিংয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় ইজিবাইকের নিহত সাত যাত্রীর মধ্যে ছয়জনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহরতলীর কম্পপুর ঈদগাহ মাঠে কম্পপুর গ্রামের ইজিবাইকের চালক আব্দুর রহিম, হোসেন আলী, ফরিদুল ইসলাম ও চন্দ্রা গ্রামের মীর হোসেনসহ চারজনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নিহত ছানোয়ারের লাশ টুকরা টুকরা হওয়ায় এখন পর্যন্ত তার মরদেহ দাফন করা হয়নি।

জানাজায় চন্দ্রা ও কম্পপুর ছাড়াও আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেয়। এক সাথে চারজনের জানাজায় অংশ নেয়া মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানাজা শেষে মীর হোসেনকে পারিবারিক ও অপর তিনজনের মরদেহ পৌর গোরস্থানে দাফন করা হয়।

ট্রেনের ধাক্কায় নিহত সাতজনের মধ্যে চারজনেরই বাড়ি কম্পপুরে।

নিহতের স্বজন ও গ্রামবাসীরা ট্রেনের ধাক্কায় মহিলাসহ সাতজন নিহতের ঘটনায় রেল কর্তৃপক্ষের গাফেলতির কারণে রেল ক্রসিংয়ের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাকে দায়ী করে।

বুধবার বিকালে জামালপুর থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি চন্দ্রা রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ছানোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়।

চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ইজিবাইক চালক আব্দুর রহিম, যাত্রী মীর হোসেন ও ইন্তাজ আলী এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া পথে হোসেন আলী তার ভাতিজা ফরিদুল ও ছালেহা বেগম মারা যান।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :