অটোরিকশায় ট্রেনের ধাক্কা: চন্দ্রা রেলক্রসিংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৭, ১৬:৪৫

জামালপুর চন্দ্রা রেল ক্রসিংয়ে ট্রেন ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৭ যাত্রী নিহত হওয়ার পর রেল ক্রসিংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল বিভাগ ও স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের নেতৃত্বে রেল কর্মকর্তারা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বোল্ডডোজার দিয়ে রেল ক্রসিংয়ের পশ্চিম অংশের প্রায় ৪০টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

রেল ক্রসিংয়ের পূর্ব পাশের বিজিবির ক্যান্টিনের একাংশ উচ্ছেদ করা হয়নি। তবে বিজিবি নিজ উদ্যোগে তা সরিয়ে নেবে বলে জানা গেছে।

অরক্ষিত এই রেল ক্রসিংয়ের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠা এবং গেট ব্যারিয়ার ও গেটম্যান না থাকায় প্রায় দুর্ঘটনা শিকার হয়ে প্রাণহানিসহ মানুষের জানমালের ক্ষতি হয়ে আসলেও রেল কর্তৃপক্ষ তা রোধে কোন উদ্যোগ নেয়নি। বুধবারের দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ায় টনক নড়ে স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :