গাজীপুরে ১৮ কঙ্কাল চুরি, আতঙ্কে এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ আগস্ট ২০১৭, ১৭:৫৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর-আশাপুর কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকার জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এলকাবাসী জানায়, উপজেলার বেনুপুর ও আশাপুর এলাকার লোকজন মিলে অর্ধশত বছর পূর্বে ওই কবরস্থানটি নির্মাণ করেন। দীর্ঘদিন যাবৎ উপজেলার বেনুপুর ও আশাপুরসহ বিভিন্ন এলকার মৃত ব্যক্তিকে ওই কবরস্থানে দাফন করা হয়। বুধবার গভীর রাতে অজ্ঞাত চোরেরা মাটি খোঁড়ে কবরস্থানের ১৮টি কবর থেকে মানবদেহের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। পরে আবার কবরস্থানে মাটি ভরাট করে রেখে দেয়।

কবরস্থানের খাদেম আব্দুল করিম বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কবরস্থান পরিচর্যা করতে গেলে কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। খবর পেয়ে বেনুপুর-আশাপুর কবরস্থানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল শুকুর ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল চুরির ঘটনার সত্যতা পেয়ে থানা পুলিশকে জানান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :