পঞ্চগড়ে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৭, ১০:২৪

পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলায় বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে দুই ব্যক্তি মারা গেছে। নারী-ও শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন।

মৃতরা হলেন- সদর উপজেলার ভূষিভিটা এলাকার সোহেল রানা ও বোদার ফুলতলা নতুনবন্দর এলাকার আবদুল কাদেরের ছেলে নাসিরুল ইসলাম।

আহতরা হলেন- ফয়জান বেগম, রাবেয়া খাতুন, মর্জিনা খাতুন, মোস্তাফিজুর রহমান ও আমিনা খাতুন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউপির চেয়ারম্যান জাহেদুল হক জানান, বিকালে ইউনিয়নের ভূষিভিটা এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা। আহত হন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোদা উপজেলার বেংহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিকালে বাড়ির পাশে আমন ক্ষেতে কাজ করছিলেন নাসিরুল ইসলাম। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। নাসিরুলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :