শাহজালালে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক (টঙ্গী), ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৫:৩৩ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৭, ১৪:২৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শুক্রবার বেলা একটা ৩৭ মিনিটের দিকে মূল ভবনে এই আগুন লাগে বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে আছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে এখনও বিস্তারিত কিছু জানাতে পারছি না। সময় লাগবে।

এদিকে আগুন লাগার ঘটনায় বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ এলাকার নিরাপত্তা বাড়িয়েছে।

আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ ও বহির্গমন বন্ধ রাখা হয়েছে। তবে অবতরণ করা ফ্লাইটের যাত্রীরা সবাই নিরাপদে আছে বলে জানিয়েছেন বিমানের কর্মীরা।

আগুনের কারণে বেশ কিছু ফ্লাইটের যাত্রা ব্যাহত হয়েছে। তবে যাত্রীদেরকে জানান হয়েছে, ফ্লাইট বাতিল হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই আবার উড়বে বিমান।

শুরুতে গণমাধ্যমকর্মীদেরকে ভেতরে না গিয়ে বিমানবন্দরের বাইরে থেকে দায়িত্ব পালনে অনুরোধ করা হয়। তবে পরে টার্মিনালের কাছাকাছি যেতে দেয়া হয় তাদেরকে।

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :