ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে যানজট

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৫:৪৪ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৭, ১৫:৪৩

ঢাকা-টাঙ্গাইল মহামড়কে ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গত রাত তিনটা থেকে মুষলধারে বৃষ্টি ও মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় মহাসড়কের বেহাল অবস্থার কারণে এই যানজট সৃষ্টি হয়।

মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এই যানজট সৃষ্টি হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মুষলধারে বৃষ্টি হওয়ায় রাত তিনটা থেকে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারায় এই যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কের ধেরুয়া রেল ক্রসিং অংশের বেহাল অবস্থার কারণে যানজট তীব্র আকার ধারণ করে- যা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। এই যানজটে আটকা পড়ে শত শত যানবাহনের হাজারো যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ওসি খলিলুর রহমান পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে জানান, বৃষ্টির কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। তাছাড়া ধেরুয়া রেল ক্রসিং অংশে মহাসড়কের বেহাল অবস্থাও যানজটের কারণ বলে তিনি উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :