ডিবি পুলিশের ধাওয়া, পালাতে গিয়ে মাদকবিক্রেতার মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৭, ১৬:০৬

যশোরের শার্শায় গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আব্দুল মান্নান নামে এক মাদকবিক্রেতার। এ সময় মাদকসহ জোদ্দিন নামে একজনকে আটক করা হয়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে শার্শার কন্যাদহ বাজারে।

পুলিশ জানায়, নিহত মান্নান শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হকের শ্যালক ও জোদ্দিন চেয়ারম্যানের ভাই। তারা দীর্ঘদিন ধরে মাদকের সিন্ডিকেট চালাতো। সেই সাথে তারা মাদক সেবনও করত। যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, মাদকের আসর বসেছে- এমন সংবাদ পেয়ে কন্যাদহ বাজারে অবস্থিত আহার আলীর দোতলা বিল্ডিং ঘেরাও করা হয়। ওই সময় মান্নান ও মিলন নামে দুজন পুলিশ দেখে দোতলার জানালা দিয়ে লাফ মেরে পালানোর চেষ্টা করে। তখন দোতলার কার্নিশে লেগে মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হয় মান্নান। যশোর জেনারেল হাসপাতালে শুক্রবার ভোর ছয়টার দিকে ভর্তি করে এবং শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ওসি জানান, নিহত মান্নানের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :