নতুন বন্ধুদের সঙ্গে তাসে মজেছেন নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৭, ১৬:১৩

অদ্ভুত এক কারণে এই মুহূর্তে তিনি ফুটবল থেকে দূরে! কিন্তু তা বলে কি খেলতে ইচ্ছে করবে না? করতেই পারে। করছেও। তাই এখন পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেই জার্সি পরে মাঠে নামা না হলেও, নতুন বন্ধুদের সঙ্গে তাস খেলায় মাতলেন নেইমার! বার্সা এখনও তাঁর ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট দেয়নি।

বৃহস্পতিবার গভীর রাতের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পিএসজির কাছে পৌঁছলে তবেই এই সপ্তাহান্তে নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারতেন। কিন্তু সে আশা আর নেই। তবে অন্য একটি উপায় আছে রবিবার নেইমারের মাঠে নামার ক্ষেত্রে। সে উপায়টা কী? যদি ফ্রেঞ্চ ফেডারেশন ফিফার সঙ্গে তাদের প্রসেস শুরু না করে থাকে, তা হলে বাড়তি আরও কিছুটা সময় পাবে পিএসজি। সেই সময়সীমা শনিবার রাত পর্যন্ত হবে। তার মধ্যে বার্সার থেকে যদি ট্রান্সফার সার্টিফিকেট এসে যায়, তা হলে জট কেটে যাবে। সেক্ষেত্রে রবিবার মাঠে নামতে পারবেন নেইমার।

তবে ব্রাজিলীয় ফুটবলার এই সব নিয়ে খুব বেশি ভেবে নিজেকে চাপে ফেলছেন না। আছেন খোশ মেজাজে। সতীর্থ লুকাস মৌর আর তিন–চারজন বান্ধবীর সঙ্গে তাস খেলছেন, এমন একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। নেইমার অবশ্য তাসের খেলায় হেরেছেন। কিছুটা ইচ্ছে করেই। আর সেটা ছবির ক্যাপশনে লিখেওছেন,‘ য়েরা জিততে চাইছিল। তাই ওদের জেতার সুযোগ দিয়েছি। তবে বন্ধুরা, লুকাস কিন্তু আমার দলে ছিল না। ছিল মেয়েদের দলে!’

(ঢাকাটাইমস/১১আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

কবে ঘোষণা করা হবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল, জানালো বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :