আণবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা নজরুল ইসলামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৮:১৪ | প্রকাশিত : ১১ আগস্ট ২০১৭, ১৬:২৪

বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক উর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি লিম্ফোমা ক্যানসারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার খিলক্ষেত কুর্মিটোলা স্কুল ও কলেজের মাঠে তার জানাজা শেষে স্থানীয় অগ্রণী সমবায় সমিতি লিমিটেডের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষে পরিচালক প্রশাসন উইং কমান্ডার মো. মোফাজ্জল হোসাইনসহ র‌্যাব ও সেনাবাহিনীর বেশ কজন উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম, মিজানুর রহমান চানসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মরহুমের একমাত্র ছেলে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে র‌্যাব হেডকোয়ার্র্টারে কর্মরত। এ ছাড়া তিনি স্ত্রী, তিন মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :