ছবিতে শাহজালালের আগুন

প্রকাশ | ১১ আগস্ট ২০১৭, ১৮:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুন প্রায় দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে এই আগুনে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মীরা।

শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় একটি বিদেশি এয়ারলাইনের কার্যালয়ে এই আগুন লাগে বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক।

খবর পেয়ে বাহিনীটির ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সম্মিলিত চেষ্টায় বেলা তিনটা পাঁচ-এর দিকে আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা।

এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ।

এদিকে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর এলাকায়। এই সময় উৎসুক জনতা ভিড় করে বিমানবন্দরের সামনে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/জেবি)