ভারী বর্ষণে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৬:৫৬

টানা ভারী বর্ষণে কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে ডুবে গেছে ঝুলন্ত সেতু। জেলার বাঘাইছড়ি উপজেলায় দেখা দিয়েছে বন্যা।

সড়কের মাটির ধস হওয়ায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। শুক্রবার সকাল ১০টা থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। শনিবারও তা অব্যাহত আছে। এতে রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টির হয়েছে। পাহাড়ি ঢলে ডুবে গেছে আউশ ও আমন ফসল।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রর ব্যবস্থাপক শফি উদ্দিন আহমেদ জানান, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ১৬ দরজায় প্রতিটি ছয় ফুট করে খুলে দেয়া হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান ঢাকাটাইমসকে বলেন, টানা বৃষ্টিতে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি বন্যা দেখা দিয়েছে। বাঘাইছড়ির বন্যা দুর্গতদের আশ্রয় করে দিতে আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :