মাদারীপুরে ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৭:০৪

মাদারীপুরের হাজরাপুর এলাকার ‘মোল্লা ব্রিকস’ নামে একটি ইটের ভাটার পরিত্যক্ত কক্ষে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে দেশীয় বোমাসহ ককটেল। এই গোপন সংবাদে শনিবার ভোরে পুলিশের অভিযানে ককটেল তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, মোল্লা ব্রিকসের একটি পরিত্যক্ত কক্ষে অনেক দিন যাবতই স্থানীয় কিছু অসাধু মানুষ দেশীয় বোমা ও ককটেল তৈরি করে আসছিল। তারই প্রেক্ষিতে শনিবার রাত ৩টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় চরপুটিয়ার ইদ্রিস হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার ও রূপাইয়া গ্রামের আলী আজগর বেপারীর ছেলে উজ্জ্বল বেপারীকে কিছু ককটেল তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, আটকরা ছাড়াও বেশ কয়েকজন এই চক্রের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এদের কাছ থেকে আরো তথ্য পাওয়া গেছে, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে। তবে এই ঘটনায় মোল্লা ব্রিকসের মালিক ইদ্রিস মোল্লা জড়িত কিনা, তা বলতে পারেনি তিনি।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :