এবার বিপিএলের ম্যাচ সিলেটেও!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৭:২৮

বিপিএলের ম্যাচগুলো সাধারণত ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবার ভেন্যুর সংখ্যা বাড়ানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এবার নতুন ভেন্যু হিসেবে যুক্ত হতে চলেছে সিলেট। জানা গেছে, এবার সিলেটে বিপিএলের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুধু বাংলাদেশের ভক্তদের কাছে নয় এটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে যদি প্রত্যেকটি দলের হোম ভেন্যু থাকে তাহলে টুর্নামেন্টটি আরও জনপ্রিয় হয়ে উঠবে।

কারণ, সবার পক্ষে তো ঢাকায় এসে বা চট্টগ্রামে গিয়ে খেলা দেখা সম্ভব নয়। টুর্নামেন্টটি যদি যে কয়টি দল সেই কয়টি ভেন্যুতে আয়োজন করা যায় তাহলে মাঠে দর্শকদের আগমন ব্যাপকভাবে বাড়বে।

আগামী ২ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এই আসরে অংশ নিবে আটটি দল। দলগুলো হলো ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সুরমা সিক্সার্স সিলেট।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :