চিরিরবন্দরে তলিয়ে গেছে ফসলি জমি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৭:৩৮

দিনাজপুরের চিরিরবন্দরে টানা বর্ষণে তলিয়ে গেছে রাস্তা খাল-বিল, ডোবা-নালাসহ নিচু এলাকার ফসলি জমি। উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে বসতবাড়ি। বিরতহীন টানা বর্ষণে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ।

গত বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে শুক্রবার ও শনিবার দিনরাত ভর অব্যাহত বৃষ্টিপাতের কারণে উপজেলার শ্রমজীবী মানুষ গত দুই দিন থেকে কাজে যেতে পারেনি। ফলে দূর্দিনে কাটছে সাধারণ মানুষ। গত দুদিন ধরে রাস্তাগুলো ফাঁকা ছিল। দোকানপাট অনেকটাই বন্ধ। ছোট শিক্ষার্থীরা বৃষ্টির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। ফলে বৃষ্টির কারণে জনজীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

চিরিরবন্দরের সদর, নশরতপুর, সাতনালা,কারেন্টহাট, গোষ্টগ্রাম, ফতেজংপুর, আউলিয়াপুকুর, আলোকডিহি এসব এলাকায় বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে।

আত্রাই, ইছামতি, বেলান, কাকড়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের বেশি ভাগ বসতবাড়িতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই এলাকার বেশি ভাগ সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাবাসীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। এছাড়াও টানা বর্ষণে উপজেলার নিম্নাঞ্চলে জলবদ্ধতা সৃষ্টির কারণে তলিয়ে যাচ্ছে হাজার হাজার একর ফসলি জমি।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :