মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারে তরুণরাই এগিয়ে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৭:৩৫

জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন(আইটিইউ) জানিয়েছে বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারের কিশোর ও তরুণরাই এগিয়ে। এদের সংখ্যা প্রায় ৮৩ কোটি। চলতি বছরের শেষনাগাদ মোবাইল ব্রডব্যান্ড সেবাগ্রহীতার সংখ্যা চারশো ত্রিশ কোটিতে পৌঁছাবে।

১০৪টি দেশে পরিচালিত আইটিইউর জরিপে দেখা গেছে সেসব দেশের তরুণদের প্রায় আশি শতাংশই এখন ইন্টারনেটে সংযুক্ত।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে ১৫ থেকে ২৪ বছর বয়সীরা।

স্বল্পোন্নত দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৩৫ শতাংশই ঐ বয়সের, যেখানে উন্নত দেশগুলোতে এই হার হচ্ছে ১৩ শতাংশ। এক্ষেত্রে, সামগ্রিকভাবে বৈশ্বিক গড় হচ্ছে ২৩ শতাংশ।

আইটিইউ'র মহাসচিব হোলিন ঝাও বলেন যে বিশ্ব জুড়েই শত শত কোটি মানুষের নজিরবিহীন জ্ঞান, কর্মসংস্থান এবং আর্থিক সুযোগের দরজা খুলে দিয়ে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ডিজিটাল সংযোগ একটি গুরুত্বর্পূণ ভূমিকা পালন করছে।

পরিসংখ্যানে দেখা যায় যে গত পাঁচবছরে স্থির ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে নয় শতাংশ হারে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :