খোয়াইয়ের পানি বিপদসীমার উপরে, ঝুঁকিতে হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৮:০৫

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ‘হবিগঞ্জের দুঃখ’ খ্যাত খোয়াই নদীর পানির বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জ শহররক্ষা বাঁধের দুর্বল স্থানগুলোর প্রতি এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সতর্ক দৃষ্টি রাখছে। পানি বৃদ্ধিতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সকাল থেকে শহরে মাইকিং করা হয়েছে। টানা বর্ষণ ও ভারত নেমে আসা পানিতে শুক্রবার রাত ১০টার পর থেকে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে।

শনিবার বেলা সাড়ে ৫টায় খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রবেশদ্বার খোয়াই নদীর বাল্লা সীমান্ত এলাকায় পানি কমতে শুরু করেছে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :