দ্বিতীয় দফা বন্যায় কুড়িগ্রামে দুর্ভোগ চরমে

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৯:০৯

টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় আবারো বন্যা দেখা দিয়েছে।

বন্যা কবলিত হয়ে পড়েছে উলিপুর, চিলমারী, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী ও সদর উপজেলার তিন শতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত বেশির ভাগ মানুষ পানিবন্দি থাকায় খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছে।

নিম্নাঞ্চলের পথ-ঘাট ও ঘর বাড়ি তলিয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে তাদের। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়ইবাড়ী, চর জগমন, ক্লিনিক পাড়া (কুড়েরপাড়) গ্রাম ঘুরে দেখা গেছে, ঘরবাড়ী ছেড়ে অধিকাংশ মানুষ গরু ছাগলসহ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। রানু, এন্তাজুলসহ অনেকে জানান, এখন পর্যন্ত বন্যা দুর্গতদের মাঝে সরকারি বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা আসেনি

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর সেতু পয়েন্টে পানি ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে ৩০ সেন্টিমিটার পানি, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :