শেরপুরে টর্নেডো, ঘরবাড়ি লণ্ডভণ্ড

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২০:০৬ | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৯:১১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব কলসপাড় ও চাঁদগাঁও গ্রামে টর্নেডোর আঘাতে অন্তত ২০টি বাড়ি লণ্ডভণ্ড ও বিপুল গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার বিকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামে বৃষ্টির সঙ্গে আকস্মিক টর্নেডো আঘাত হানে। এসময় মুহূর্তেই অন্তত ১৫টি বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। অন্যদিকে কলসপাড় ইউনিয়নের পূর্ব কলসপাড় গ্রামে একই সময়ে টর্নেডো আঘাত হানলে পাঁচটি বাড়িসহ বিপুল গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক মোবারক হোসেন জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই টর্নেডো তার বাড়ির টিনসেড ঘরসহ গাছপালা মুহূর্তেই তছনছ করে ফেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ও আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :