মাদক বিক্রেতারা এ কালের রাজাকার: টাঙ্গাইলের এসপি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ২০:২১

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহাবুব আলম বলেছেন মাদক বিক্রেতারা এ কালের রাজাকার। স্বাধীনতা যুদ্ধের সময় মানুষের সম্পদ লুট করে রাজাকাররা বড় লোক হয়েছে। আর বর্তমানে মাদক বিক্রেতারা আমার আপনার সন্তানের কাছে মাদক বিক্রি করে আমাদের টাকা লুটে বড় লোক হতে চায়।

শনিবার বিকালে মির্জাপুরে কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার এসব কথা বলেন।

মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আনিসুর রহমান, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার মো. শরিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন।

সম্মেলনে মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে মির্জাপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :