তিন চা দোকানিকে ঝলসে দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ২০:৫৬

নাটোরে তিন চা দোকানিকে গরম পানি দিয়ে ঝলসে দেয়ার দায়ে নবাব-সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান রিয়নকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান রিয়নকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি এনএস কলেজ ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদৎ হোসেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় ছাত্রলীগ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটোর নবাব-সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান রিয়নসহ কয়েকজন কলেজের মূল ফটকের সামনে একটি দোকানে বসে পাশের চা দোকানকার মোস্তফা হোসেনকে চা দিতে বলে। কিন্তু দোকানদার মোস্তফা চা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় চায়ের কেথলিতে থাকা ফুটন্ত গরম পানি দিয়ে মোস্তফাসহ তার দুই সহোদরকে ঝলসে দেয়।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :