ভারতীয় সেন্সর বোর্ডের সদস্য হলেন বিদ্যা

প্রকাশ | ১২ আগস্ট ২০১৭, ২১:৪১

বিনোদন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বিদ্যা বালান সংবাদমাধ্যমকে বলেন, ‌সেন্সর বোর্ডের সদস্য হতে পেরে খুব খুশি তিনি। বলেন, ‘আশা করি যোগ্যতা অনুযায়ী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব।’

বিদ্যা বলেন, ‘সেন্সর বোর্ডে কাজ করার জন্য মুখিয়ে আছি, যাতে সিনেমার মাধ্যমে বর্তমান সমাজের বাস্তব রূপ, সংবেদনশীলতা এবং জটিলতা সঠিকভাবে প্রতিফলিত হয়।’

‌শুক্রবার সন্ধ্যায় প্রসূন জোশীকে প্রধান করে ১৩ সদস্যের নতুন সেন্সর বোর্ডের নাম ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তিন বছর মেয়াদি কমিটির অন্য সদস্যরা হলেন, গৌতমী তড়িমল্লা, নরেন্দ্র কোহলি, নরেশ চন্দ্র লাল, নীল হার্বার্ট নোঙ্গকিনরি, বিবেক অগ্নিহোত্রী, ওয়ামান কেন্ড্রে, টিএস নাগভারানা, রমেশ পাতনাগে, বাণী ত্রিপতি টিকু, জীবিথা রাজশেখর এবং মিহির ভূটা।

২০০৩ সালে গৌতম হালদারের নির্দেশনায় বাংলা ছবি ‘‌ভাল থেকো’‌র মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় বিদ্যার।  ২০০৫ সালে মুক্তি পায় তার  ‘‌পরিণীতা’ছবিটি। এরপর আর পিছমন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর একে একে ‘লাগে রহো মুন্নাভাই,’‌ ‘‌গুরু,’‌ ‘‌হে বেবি,’‌ ‘‌পা,’‌ ‘‌ইশকিয়া,’‌ ‘‌নো ওয়ান কিলড জেসিকা,’‌ ‘‌দ্য ডার্টি পিকচার,’‌ ‘‌কাহানি’‌র মতো বাণিজ্যিকভাবে সফল ছবিতে অভিনয় করেন তিনি।  ‘‌দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয়ের জন্য ২০১১ সালে জাতীয় পুরস্কার পান বিদ্যা।

(ঢাকাটাইমস/১২আগস্ট/মোআ)