অস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

প্রকাশ | ১২ আগস্ট ২০১৭, ২২:৪২ | আপডেট: ১২ আগস্ট ২০১৭, ২৩:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর জুরাইনে অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তাসহ দুইজন। শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

গুলিতে আহতরা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারি এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল।

এসআই জানান, পুলিশ কর্মকর্তার বুকের বাঁ পাশে গুলি লেগেছে। আর মৃদুলের বাঁ পায়ে গুলি লেগেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দাদের একটি দল শনিবার রাতে জুরাইনে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে রাহুল ও মৃদুল আহত হন।

পুলিশের অভিযান এখনো চলছে বলে জানা গেছে। অভিযানে কোনো অস্ত্র উদ্ধার বা আটকের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/১২আগস্ট/জেবি)