মঠবাড়িয়ায় প্রয়াত মেজর (অব.) জিয়াউদ্দিনের স্মরণসভা

প্রকাশ | ১২ আগস্ট ২০১৭, ২৩:১৬

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুদ্ধকালীন সময় নবম সেক্টর সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিরার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে নতুন কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- সুন্দরবন অঞ্চলের যুদ্ধকালীন সাব-সেক্টরের ইয়াং অফিসার নজরুল ইসলাম লাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, জেলা আ’লীগের উপদেষ্টা  ও বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন খান, সুন্দরবন সাব-সেক্টরের ইয়াং অফিসার হেমায়েত উদ্দিন বাদশা, ভান্ডারিয়া উপজেলা কমান্ডার তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান,   মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, এ্যাড. মজিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা  হাবিবুর রহমান শরীফ, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিয়া মো. ফারুক, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন প্রমুখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে অকুতভয় বীর সৈনিক ও সুন্দরবনের মুকুটহীন সম্রাট প্রয়াত জিয়া উদ্দিন আহম্মেদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বক্তারা বলেন, আমরা বাংলাদেশের এক সূর্য সন্তানকে হারিয়েছি। আর মুক্তিযোদ্ধারা তাদের একজন অভিভাবককে হারিয়েছে। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। 

শেষে মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/এলএ)