খুলনায় জাতীয় মহিলা ক্রিকেট দলের অনুশীলন শুরু কাল

প্রকাশ | ১২ আগস্ট ২০১৭, ২৩:২৪

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস

আগামী বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বকে সামনে রেখে খুলনায় বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে রবিবার থেকে। ২৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে খুলনায় মোট দুই সপ্তাহের ক্যাম্প অনুষ্ঠিত হবে এখানে। এ ক্যাম্পে অংশ গ্রহণের লক্ষ্যে শনিবার রাত ৯টার দিকে খুলনায় এসে পৌঁছেছে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা।

ক্যাম্পে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ এই দুই নামে বিভক্ত হয়ে অংশ নেবে ৩৫ ক্রিকেটার। দুই সপ্তাহের এ ক্যাম্পে দুটি একদিনের ও দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবে মহিলা টাইগাররা।

ক্যাম্পের প্রথম দিনে রবিবার সকাল ৯টায় ইনডোরে স্কিল ক্যাম্প করবে মহিলা দল। তবে সোমবার থেকে মাঠে অনুশীলন করবে ক্রিকেটাররা।

প্রাথমিক দল: রুমানা আহমেদ, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, নুজহাত তাজিয়া টুম্পা, রিতু মনি, লতা মন্ডল, আয়েশা রহমান, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শায়লা শারমীন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, শারমীন সুলতানা, সুরাইয়া আজমিন, শামীমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, মোর্শেদা খাতুন হ্যাপী, সুবহানা মোসতারী, ইশমা তানজীম, লিলি রানী বিশ্বাস, ইসমাত জাহান ইমু ও তৃপ্তি মন্ডল।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/এলএ)