রামপাল বাতিলে পায়ে ধরতে রাজি মকসুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ১৫:২৪

বিশিষ্ট কলামিস্ট ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আমরা সংবাদ সম্মেলন করেছি, আন্দোলন করেছি। এত কিছুর পরও সরকারের টনক নড়েনি। আমাদের দাবি মেনে নিলে প্রয়োজনে সরকারের পায়ে ধরতাম। তাকে বলতাম দয়া করে এ প্রকল্পে আর হাত দেবেন না। সেটা সম্ভব হতো যদি সরকার একজন মানুষ হতো, কিন্তু সরকার কোনো একজন মানুষ নয়; এর সাথে আরও অনেকে জড়িত।’

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সুন্দরবনের পাশে তিন শতাধিক নতুন শিল্পকারখানা স্থাপনে অনুমোদন প্রক্রিয়ার প্রতিবাদ ও বাতিলের দাবি’তে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ড. সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবির, বাপা’র সাধারণ সম্পাদক আবদুল মতিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ যে ক্ষতিকর হবে তা আজকে হয়তো কেউ বুঝতে পারছে না। কিন্তু এ প্রকল্পের জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সরকার আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তারা যত শক্তিশালী হোক আমাদের আন্দোলইন চালিয়ে যাবো।’

মকসুদ বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন আমরাও চাই। সরকার একা চাইলে হবে না, সরকারের উচিত হবে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন করা। রামপাল নিয়ে যা করা হচ্ছে তাতে উন্নয়নের নামে আত্মহত্যার দিকে এগুচ্ছি আমরা। এটা বন্ধ করতে হবে।’

সুলতানা কামাল বলেন, ‘রামপাল বিদ্যুৎ প্রকল্প বিষয়ে সরকারি পরিবেশগত সমীক্ষা ও অন্যান্য প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। ইউনেস্কোর নেতেৃত্বে একটি আন্তর্জাতিক, নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক পরিবেশগত সমীক্ষা পরিচালনা করে নতুন স্থান নির্ধারণ করতে হবে।’

নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবির বলেন, ‘আমরা আমাদের সম্পত্তিকে ধ্বংস করতে দিতে পারি না। আমরা উন্নয়নের বিরুদ্ধে না। আমরা চাই টেকসই উন্নয়ন।’

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

কেমন হবে নির্বাচনি ক্যাম্প জানাল ইসি

নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার

আসন্ন বাজেটে তামাক পণ্যের দাম বৃদ্ধির দাবি

উপজেলা নির্বাচন: প্রচার-প্রচারণায় যানবাহন ব্যবহারে মানতে হবে যেসব বিধিনিষেধ

উপজেলা নির্বাচন: ভোটার স্লিপে মানতে হবে যে নির্দেশনা

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

এই বিভাগের সব খবর

শিরোনাম :