এসারের টেকসই ল্যাপটপ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ১৫:৫১

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার শক্তপোক্ত একটি ল্যাপটপ বাজারে ছেড়েছে। ক্রোমবুক সিরিজের ল্যাপটপটির মডেল ১১ সি৭৭১। এতে ষষ্ঠ প্রজন্মের ইনটেল প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ল্যাপটপটিতে আছে ১১.৬ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এটি ইনটেল প্রসেসরের পাশাপাশি সেলেরন প্রসেসরেও পাওয়া যাবে।

আসুস দাবি করছে নতুন এই ক্রোমবুকটি শক্তিপোক্ত কাঠামোতে তৈরি করা হয়েছে। ফলে এটি অনেকটাই টেকসই হবে।

ল্যাপটপটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটি টাচস্ক্রিন সম্বলিত। অন্যটি টাচস্ক্রিন ছাড়া।

কানেকটিভিটির জন্য এতে আছে ইউএসবি ৩.১ টাইপ সি পোর্ট, দুইটি ইউএসবি, একটি এইচডিএমআই, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড রিডার। এছাড়াও এতে ব্লুটুথ ও ওয়াইফাই কানেকটিভিটি পাওয়া যাবে।

ল্যাপটপটিতে ১৩ ঘণ্টা ব্যাপআপ পাওয়া যাবে।

৪ জিবি র‌্যামে সেলেরন প্রসেসরে ল্যাপটপটি পাওয়া যাবে ৩২৯.৯৯ ডলারে।।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :