দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণকর্মীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ১৭:২৭

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িত দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকার।

রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে এই অফিস আদেশ জারি করা হয়।

সেখানে বলা হয়, ‘পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীর সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকা জরুরি। সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীর সরকারি ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হল।’ সেইসঙ্গে অফিস আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করারও অনুরোধ জানানো হয়।

টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তরাঞ্চলের অনেক জেলার অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে কুড়িগ্রামের প্রায় ৬০ হাজার ও নীলফামারীর চার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অবনতি হয়েছেন জামালপুরের বন্যা পরিস্থিতিরও।

তিন অববাহিকার সব নদীর পানি বৃদ্ধির প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র।

মন্ত্রণালয়ের আলাদা আদেশে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে জরুরি কাজের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির অফিস ১৪ ও ১৫ আগস্ট জন্মাষ্টমী ও জাতীয় শোক দিবসের সাধারণ ছুটির দিনও খোলা থাকবে। ১৪ আগস্ট যথাসময়ে এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের পরে অফিসে উপস্থিত থাকতে আদেশে অনুরোধ করা হয়েছে।

ঢাকাটাইমস/১৩আগস্ট/এমএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :