যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ১৮:১৫

যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালীতে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন রাজু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহত রাজু ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস রবিবার বেলা সাড়ে বারোটায় নিয়ন্ত্রণ হারিয়ে বেনেয়ালী বাজারে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এসময় গাছের পাশে দাঁড়িয়ে থাকা শিমুলিয়া গ্রামের মহিউদ্দিন রাজু আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা আহতদের কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- যশোর নিউমার্কেট এলাকার মনোয়ারা খাতুন, চুড়ামনকাটি এলাকার দিনা, যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার আমিরুজ্জামান, শংকরপুরের আল হোসেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাঠি গ্রামের মঞ্জুয়ারা বেগম, ফিরোজা, হামিদা, মাগুরার আরিফুল, আরিফা, যশোরের রূপদিয়ার হামিদুল হক, মাগুরার শ্রীপুর উপজেলার হেলাল উদ্দিন, ঝিকরগাছার বামনালী গ্রামের সফুরা খাতুন, শার্শার বাগআঁচড়া এলাকার মিনা খাতুন, মণিরামপুরের মীর সালাউদ্দিন, সরসকাঠির জবেদা বেগম, সাতক্ষীরার রসুলপুরের বাপ্পী।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, বাস দুর্ঘটনায় রাজু ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্যে তার লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, আহতদের মধ্যে জবেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা শঙ্কামুক্ত।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :