বঙ্গবন্ধুকে স্মরণে এনবিআরে চিত্রকর্ম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২০:৫৯ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ১৮:২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শোক দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও আলোকচিত্র প্রদর্শনীর অয়োজন করেছে সংস্থাটি।

রবিবার এনবিআরের পঞ্চম তলায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এ সময় তিনি বলেন, জাতির জনকের হাতে গড়া প্রতিষ্ঠান এনবিআর। প্রতিবছর আগস্ট মাসে আমরা তাকে স্মরণ করি। এবারও চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে তাকে স্মরণ করছি।

নজিবুর রহমান বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী। এ দিনে তিনি সপরিবারে নিহত হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন স্মরণীয় দিক তুলে ধরা হয়েছে এমনটা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরে আমাদের যেসব নতুন সহকর্মী রয়েছেন, তারা যেন জাতির জনকের কর্মময় জীবন সম্পর্কে জানতে পারেন সেজন্যই এই আয়োজন।

পঞ্চম তলায় আয়োজিত ওই প্রদর্শনীতে করিডোরের দুই পাশের দেয়ালে ৩০টি দুর্লভ ছবি টানানো হয়েছে। সেসব ছবিতে বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, রাজনৈতিক জীবন, কারাগার থেকে মুক্তি ও প্রবীণ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের ছবি রয়েছে। মাসব্যাপী প্রদর্শনী শেষে স্থায়ীভাবে এসব ছবি দেওয়ালেই রাখা হবে।

১৯৭২ সালে রাষ্ট্রপতির ৭৬ নং আদেশ বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ঢাকাটাইমস/১৩ আগস্ট/জেআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ন্যাশনাল ব্যাংক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ ময়মনসিংহ জোনের সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সমাধিতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

ধরিত্রী দিবস-২০২৪ উপলক্ষে এনসিসি ব্যাংকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিডিবিএল-সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

তিন উৎসবে রঙিন এনআরবিসি ব্যাংক

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এই বিভাগের সব খবর

শিরোনাম :