আরেকটা বড় হার দেখছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ১৯:০৫

আরেকটা শোচনীয় হারের সামনে স্বাগতিক শ্রীলঙ্কা।মাত্র দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে ভারত। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৮৭।

জবাবে ভারতের বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। তাসের ঘরের মতো ভেঙে পড়ল চান্দিমলদের ব্যাটিং। ১৩৫ রানে গুটিয়ে গেল তারা। ৪০ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ ‌যাদব। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দেওয়ার পর ফলো অন করালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেটে ১৯ রান তুলেছে লঙ্কানরা। এখনও ৩৩৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

শনিবার দারুণ সূচনা করেছিলেন ভারতের দুই ওপেনার। কে এল রাহুল ও শিখর ধবন ঝড়ের গতিতে রান তুলছিলেন। দুজনের ‌যুগলবন্দিতে ওঠে ১৮৮ রান। শতরান করেন ধবন। তারপর থেকে কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট পড়তে থাকে। রবিবার সকালে শুরুতেই আউট হয়ে ‌যান ঋদ্ধিমান সাহা। তবে চারশো রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারেনি শ্রীলঙ্কা। হার্দিক পাণ্ডিয়া টিটোয়েন্টির গতিতে সেঞ্চুরি করেন। ৯৬ বলে ১০৮ করে আউট হন হার্দিক। প্রথম ইনিংসে ভারত ৪৮৭ রানের বিশাল রান খাঁড়া করে।

শ্রীলঙ্কার দুই ওপেনারকে চটজলদি ফিরিয়ে শুরুতেই ধাক্কা দেন মহম্মদ সামি। সেই ধাক্কা থেকে বেরোতে পারেননি লঙ্কার ব্যাটসম্যানরা। ৪৮ রান করেন দীনেশ চান্ডিমল। কুলদীপ ‌যাদব তুলে নেন ৪ উইকেট। সামি ও অশ্বিন নেন দুটি করে উইকেট।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইপিএলে একই ম্যাচে জরিমানা গুনলেন দুই অধিনায়কই

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়: অনুপস্থিত পাঁচ ক্রিকেটার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

এই বিভাগের সব খবর

শিরোনাম :