বিচারকের স্বাধীনতায় শ্রদ্ধাশীল আমরা: কামরুল

নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ২০:০৩

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের প্রতিবাদে ক্ষমতাসীন দল সমর্থক আইনজীবীদের কর্মসূচির মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আইনের শাসন ও বিচারপতিদের স্বাধীনতার প্রতি তারা শ্রদ্ধাশীল।

তিনি বলেন, ‘বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে আমাদের সময়ই পৃথক করা হয়েছে। কাজেই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারপতির স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল।’

রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা কামরুল ইসলাম।

ষোড়শ সংশোধনীর রায়কে পুঁজি করে বিএনপি যেন দেশে কোনো অরাজকতা করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক করেন কামরুল। বিএনপি যেন ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ঘাড়ে সওয়ার হয়ে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেন কামরুল ইসলাম। বলেন, ‘আমরা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে নিয়ে আলোচনা করছি। রায় দেয়ার পর এটা পাবলিক প্রোপার্টি হয়ে যায়। এটা নিয়ে আলোচনা করার অধিকার সবারই আছে। আমরা এটা নিয়ে কথা বলছি। কিন্তু বিএনপি এ রায়কে আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হকের পদত্যাগ চাওয়ায় বিএনপির সমালোচনা করেন কামরুল। তিনি বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে। তারা জানে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না। ষোড়শ সংশোধনীর পরে সরাসরি তারা সুপ্রিমকোর্টকে আন্দোলনের হাতিয়ার বানাচ্ছে। এ রায়কে নিয়ে তারা ইস্যু হিসেবে ব্যবহার করছে।’

‘আজ তারা বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করছে। তাঁর গ্রেপ্তারে দাবি করে চরম ধৃষ্টতা দেখিয়েছে।’

বঙ্গবন্ধুর হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন অভিযোগ তুলে কামরুল ইসলাম বলেন, ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জিয়া এবং তার দল বিএনপি বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদের এই ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে।’

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/জেআর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :