ষোড়শ সংশোধনী রায় রাজনৈতিক প্রতিহিংসামূলক

ঢাবি প্রতিনিধি
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ২১:২৫
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ষোড়শ সংশোধনী রায় রাজনৈতিক প্রতিহিংসামূলক। এ রায় বিএনপিকে উল্লসিত করেছে। কিন্তু তাদের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের বিরুদ্ধে অতীতেও এমন অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। সব বাধা, ষড়যন্ত্র অতিক্রম করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

শনিবার টিএসসি অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। যারা একদিন বলেছিল বাংলাদেশ হবে তলাবিহীন ঝুড়ি, বিশ্বের দরিদ্র দেশের মডেল। তারাই আজ বলছে বিস্ময়কর উত্থানে বাংলাদেশ।’

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমরা বঙ্গবন্ধু খুনিদের বিচার পেতাম না, এত বিশাল সমুদ্রসীমা অর্জন করতে পারতাম না, ছিটমহল সমস্যার সমাধান হত না।’

বাণিজ্যমন্ত্রী দাবি করেন, মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম শেষ পর্যায়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বলেন, ‘এদেশের সব অর্জনের পেছনে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের পরিশ্রম। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের সবসময় সজাগ থাকতে হবে যাতে দেশের এই অর্জন যেন কেউ বিনষ্ট করতে না পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ঢাবি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :