বন্যার পানিতে ভেসে উঠল শিশুর লাশ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ২২:৫৮

জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে রবিবার দুপুরে বন্যার প্রবল স্রোতে শিশুসহ একই পরিবারের চারজন ভেসে যায়। পরে শিশুটির লাশ উদ্ধার হলেও বাকি তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে উদ্ধার হওয়া শিশুর লাশ কবর দেয়ার জায়গা নেই, চারিদিকে শুধু পানি আর পানি। এছাড়া বন্যার পানিতে ডুবে মোস্তফা বাবু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, দুপুরে ইউনিয়নের পূর্ব বড়ুয়া গ্রামের বাসিন্দা একই পরিবারের আব্দুল হামিদ ও তার স্ত্রী আছমা বেগম, মোজাম উদিন ও তার ছেলে নাদিমসহ চারজন কলার গাছের তৈরি ভেলায় চড়ে বাড়ি থেকে নিরাপদ স্থানে যাওয়ার পথে ভেলাটি উলটে গিয়ে প্রবল স্রোতে ওই চারজন ভেসে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিকাল ৪টার সময় শিশু নাদিমের লাশ উদ্ধার হলেও বাকি তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে গত শনিবার সন্ধ্যায় বন্যায় জমে থাকা নর্দমার পানিতে ডুবে মোস্তফা বাবু (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :