ছাত্রলীগ নেতার থাপ্পড়ে ঢাবি শিক্ষার্থী ঢামেকে

ঢাবি প্রতিনিধি
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৭, ০৯:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

রবিবার রাতে হলের অতিথি কক্ষে এ কাণ্ড ঘটান হল শাখা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম। মারধরের শিকার ওই ছাত্রের নাম নাঈম ইসলাম। তিনি উন্নয়ন অধ্যায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া ওই গেস্টরুমে আরও তিন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। হল সূত্রে আরও জানা গেছে, বিকালে ছাত্রলীগের প্রোগাম না করায় গেস্টরুমের এক সিদ্ধান্তের ভিত্তিতে তাদেরকে হল বের হয়ে যেতে বলা হয়।

নাঈম হলের এক সিনিয়র ভাইয়ের নাম বলতে না পাড়ায় হল ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম নাঈমকে চড়-থাপ্পড় মারেন। এক পর্যায়ে আরিফুল তাকে মাথায় ঘুষি মারে। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মারধরের ঘটনার বিষয়টি অস্বীকার করে আরিফুল বলেন, আমি তাকে মারিনি। সে গেস্টরুমে দেরি করে এসেছিল। দেরি করার কারণ জানতে চাইলে সে অসুস্থতার কথা বলে। পরে তাকে রুমে যেতে বলা হয়।

ওই গেস্টরুমে আরও তিন শিক্ষার্থীকে বের করার দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। হল সূত্র আরও জানায়, বিকালে ছাত্রলীগের প্রোগাম না করায় তাদেরকে এই হুমকি দেওয়া হয়। তারা হলেন ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের দিপু ইসলাম, ফারসি বিভাগের দ্বীন ইসলাম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিলন। এরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তাদেরকে বের করে দেওয়ার সিদ্ধান্ত দেন শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিজান।

হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করে ঢাকাটাইমসকে বলেন, এই রকম কোনো তথ্য আমি জানি না । কোনো ছেলেকে কোনো আঘাত করা হয়নি । যে ছেলের কথা বলা হচ্ছে সে এখন হলে আছে। ভাল আছে। তার সঙ্গে আমি কথা বলেছি।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/ঢাবি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :