যুবলীগ নেত্রী পরিচয়ে মাদক বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৭, ১১:২৩

আশুলিয়ায় নাজমুন নাহার কাজল নামের এক নারীকে ফেনসিডিলসহ আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশের দাবি, নাজমুন নাহার কাজল মাদক বিক্রির সঙ্গে জড়িত।

কাজল নিজেকে আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে কাজলকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘ দিন আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্ধা নাজমুন নাহার কাজল মাদক বিক্রি করে আসছিল। ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রবিবার রাতে নাজমুন নাহারের বাসায় অভিযান চালায়।

এসময় তার বাসা থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ঢাকা জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আটক ওই নারী মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই মনিরুজ্জামান।

তবে ডিবি পুলিশের এই কর্মকর্তা তার কোনো রাজনৈতি পরিচয় নিশ্চিত করতে পারেনি।

আটক নাজমুন নাহার কাজল নিজেকে আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে আশুলিয়াবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুধু তাই নয়, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে-২০১৭ নাজমুন নাহার নিজেকে আশুলিয়া থানার সভাপতি পরিচয় দিয়ে কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেন।

এ বিষয়ে জানতে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সোহানা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আশুলিয়া থানায় যুব মহিলা লীগের কোনো কমিটি নেই।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :