নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য

এম. লুৎফর রহমান, নরসিংদী
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৭, ২২:৩৭

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের ব্যাপক দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। অপরদিকে প্রয়োজনের সময় হাতে পাসপোর্ট না পেয়ে বিপাকে পড়ছেন অনেকেই।

সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, অনিয়মসহ নানা অপরাধের শিকার হচ্ছেন পাসপোর্ট আবেদনকারীরা। এতে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা।

এ প্রসঙ্গে নরসিংদী পাসপোর্ট অফিসের একজন কর্মকর্তা দালালদের দৌরাত্ম্যে উপকারভোগীদের ভোগান্তি বৃদ্ধির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দালালের উৎপাত এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

জানা যায়, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালদের শক্ত সিন্ডিকেট গড়ে তোলে রহিম, ইব্রাহিম, লিটন, লোকমান, আমজাদ, রতন, মিজান, বাচ্চু, মনিরসহ আরো অনেকেই।

এ প্রসঙ্গে স্থানীয় সচেতন মহল জানায়, দালালরা যতই বলুক সরকারিভাবে নির্ধারিত সময়ের পূর্বে কেউই পাসপোর্ট পেতে পারে না। এক্ষেত্রে জনগণকে সচেতন হতে হবে এবং পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সম্পর্কে তাদের সঠিক ধারণা তৈরি হলেই দালালদের দৌরাত্ম্য হ্রাস পাবে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :