কাচালং নদীতে পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৭, ২২:৫৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী এলাকায় কাচালং নদীতে সোমবার সকালে পাওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামের শান্তি লাল চাকমা (৫৫)।

সাজেক থানা পুলিশ সূত্র জানিয়েছে, গত ৬ আগস্ট রবিবার মধ্য রাতে তাকে হত্যা করে কাচালং নদীতে ফেলে দেয়া হয়।

সাজেক থানার ওসি আনোয়ারুল হক বলেন, নিহত শান্তি লাল চাকমা তার ছেলে সোহেল চাকমাকে একটি মোটর সাইকেল কিনে দিয়েছিল। কিন্তু সোহেল মোটরসাইকেলটি তার বাবাকে না জানিয়ে বিক্রি করে টাকাগুলো খচর করে ফেলে।

ছেলের কাছে গাড়ি বিক্রির কারণ ও টাকার ব্যাপারে শান্তি লাল জানতে চায়। শান্তি লাল একাধিকবার জানতে চাইলে এক পর্যায়ে তার বাবার উপর ক্ষিপ্ত হয় সোহেল।

এর জেরে গত ৬ আগস্ট শান্তি লাল যখন ঘুমাচ্ছিল তখন সোহেল তার চাচাতো ভাই আলোময় চাকমার সহযোগিতায় শান্তি লালকে ঘর থেকে বের করে মারধর করে কাচালং নদীর পাড়ে নিয়ে যায়।

শান্তি লালের চিৎকারে স্থানীয়রা নদীর পাড়ে পৌঁছানোর আগে দুজনে শান্তি লালের গলা কেটে নদীতে ভাসিয়ে দেয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে শান্তি লালের সন্ধান চাইলে তারা হত্যার বিষয়টি স্বীকার করলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এই ঘটনায় সাজেক থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় সোহেল ও আলোময় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :