বন্যায় জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৭, ২৩:১২

জামালপুরে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের দুরমুট স্টেশনের অদূরে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করছে রেল কর্তৃপক্ষ।

জামালপুর জংশনের সহকারী স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন ঢাকাটাইমসকে জানান, সোমবার রাত ৯টার দিকে ঢাকা বিভাগীয় প্রকৌশলীর নির্দেশে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সকল মেইল ও লোকাল ট্রেন জামালপুর অবস্থান ও জামালপুর থেকেই ছেড়ে যাবে।

এদিকে বন্যার কারণে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে ঢাকা থেকে আসা এই রেলপথের শত শত যাত্রী।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :