‘খালেদার ভুয়া জন্মদিন পালন সংলাপের পরিবেশ নষ্ট করছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ০৯:১৫ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ০৯:১২
ফাইল ছবি

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করে খালেদা জিয়া সংলাপের পরিবেশ নষ্ট করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ’১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে খালেজা জিয়া গণতন্ত্রের ধারাকে ব্যাহত করছে। এই জন্মদিন পালন করে তিনি সংলাপের পরিবেশ নষ্ট করছেন। তাঁর ম্যারেজ সার্টিফিকেট ও পাসপোর্টে ১৫ আগস্ট জন্মদিন নয়।’

মঙ্গলবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি গিয়েছিলেন, কিন্তু তিনি দেখা করেন নাই। সেদিন খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো।

এ সময় বিদেশে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলেন কাদের। তিনি বলেন, ‘বিদেশে থাকা বঙ্গবন্ধুর পালতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। এ সরকারের মেয়াদে তাদের ফিরিয়ে আনার বিষয়ে জোর চেষ্টা চালানো হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ব্যাপারে কথা বলেন। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পালতক খুনিদের দেশে ফিরিয়ে আনার যে কমিটি কাজ করছে, আমি সেই কমিটির সদস্য। সরকার খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে নানা ধরণের উদ্যোগ নিয়েছে।

ঢাকাটাইমস/১৫আগস্ট/টিএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :