মোদির স্বাধীনতা দিবসের ভাষণেও সাম্প্রদায়িকতার প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ১০:২১

১৯৪৭ সালের এই দিনেই দীর্ঘ প্রায় ২০০ বছরের পরাধীনতার ইতিহাসকে মুছে মুক্তির স্বাদ পেয়েছিল ভারত। আজ মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭১তম বছর।

সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় ভারতীয় সেনাবাহনী। এরপরেই লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি।

স্বাধীনতা দিবসের ভাষণের প্রথমেই স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন, ‘বিহার, বাংলা, আসাম এই তিন রাজ্য প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এই তিন রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে সততার উৎসব চলছে। দুর্নীতিগ্রস্থরা মুখ লুকাতে বাধ্য হচ্ছে।’

নোট বাতিলের সিদ্ধান্তকে দেশবাসী সমর্থন করেছে বলেও জানান তিনি। ৮০০ কোটি রুপির বেনামী সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সেই সঙ্গে এও জানান, সারা দেশ জিএসটি-কে সমর্থন করেছে। জিএসটি-র হাত ধরে আরও এগোবে দেশ।

দেশে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই বলেও মন্তব্য করে মোদি বলেন, ‘ধর্মের নামে হিংসাকে যে বরদাস্ত করা হবে না।আমাদের দেশে কোনও ছোট বড় নেই, কোনও ভেদ নেই। সকলেই আমরা সমান। এক সঙ্গে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা।’

স্বাধীনতার সকালে নতুন ভারত গড়ার সংকল্প গ্রহণ করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে মোদি বলেন, ১৯৪২ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যেভাবে দেশকে স্বাধীন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তামাম ভারতবাসী, আজও তেমনই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।পাশাপাশি উত্তর ভারতের ভয়ঙ্কর বন্যায় মানুষের দুর্ভোগের কথাও উল্লেখ করেন তিনি।

এরপরেই গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :