খালেদার জন্মদিনের মিলাদ বিএনপি অফিসে

​নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৫:৪৯ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ১৫:২৭

উত্তরাঞ্চলে বন্যার কারণে কেক কাটার আনুষ্ঠানিকতা না থাকলেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে দলীয় কার্যালয়ে মিলাদের আয়োজন করেছে বিএনপি।

দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এই মিলাদের আয়োজন করা হয়। গত বছরও কেক কাটার আয়োজন বাতিল করে দলীয় কার্যালয়ে মিলাদের আয়োজন করা হয়েছিল।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে সমালোচনায় মুখর আওয়ামী লীগ। বিএনপি নেত্রী ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে এই উদযাপন শুরু করেন। যদিও ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর তার জন্মদিন হিসেবে অন্য একটি তারিখের কথা জানানো হয়েছিল তার কার্যালয় থেকে।

আওয়ামী লীগের অভিযোগ বঙ্গবন্ধুর মৃত্যুর দিবসটিতে আনন্দ করতেই খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন করেন। তবে গত বছর ‘গুম, খুনে’ নিহতদের প্রতি সহমর্মিতা জানাতে কেক না কাটার কথা জানিয়েছিল বিএনপি। এবার টানা দ্বিতীয় বছরের জন্য কেক কাটেনি দলটি।

মির্জা আব্বাস বলেন, ‘দেশের চলমান এই দুর্দিনে কোনও প্রকার অনুষ্ঠান করা যাবে না, তাই চেয়ারপারসনের আশু রোগমুক্তি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করছি।’

নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘পত্রপত্রিকায় দেখছি এই বন্যা স্বাভাবিক কোনও বন্যা নয়, একটি অস্বাভাবিক বন্যা। যদিও আমাদের কাছে কিছু নাই। তারপরও দেশে যখনই বন্যা হয়েছে বিএনপি পাশে দাঁড়িয়েছে, এবারও দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াব।’

মির্জা আব্বাস বলেন, ‘সরকার বন্যা ও ত্রাণ সর্ম্পকে খুব বড় বড় কথা বলছে। কত সংখ্যক মানুষ মারা গেছে তার কোনও হিসাব নাই। সঠিক পরিসংখ্যান জানা নেই, তবে এইটুকু জানি বেশকিছু লোক মারা গেছে এই বন্যায়। এ ব্যাপারে সরকারের কোনও খবর নাই। অথচ তারা (আওয়ামী লীগ) আজকে কোর্টের দেয়া একটি রায়ে কী হবে সেটা নিয়ে ব্যস্ত।’

‘কোর্টে অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক রায়গুলো যেভাবে কার্যকর হয়েছে এই ষোড়শ সংশোধনী রায়টিও সেভাবে কার্যকর করা উচিত। কিন্তু আজকে সেই রায় কার্যকর হচ্ছে না।’

সরকার বিএনপিকে কর্মসূচি পালনে বাধা দিচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘আগামীতে আর কর্মসূচি পালন করতে কারো অনুমতি চাওয়া হবে না।’ তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের মিলাদ মাহফিল থেকে গ্রেপ্তার করেন আর বলেন বিএনপিকে সকল কর্মসূচি করতে দেয়া হয়, কিন্তু তারা করতে পারে না। আমি স্পষ্ট করে বলছি- বিএনপি আন্দোলন করবে। আর কর্মসূচি করতে কারও কাছে অনুমতি চাইবে না।’

বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনও পূরণ হবে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দেন মির্জা আব্বাস। বলেন, ‘বিএনপি কখনও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। বিএনপি দেশের মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখে, কাজ করে।’

ঢাকাটাইমস/১৫আগস্ট/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান সরকারই ভারতীয় পণ্য: গয়েশ্বর 

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :