নেত্রকোণায় তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর রোপা আমন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ১৭:২২

পাহাড়ি ঢল ও কয়েক দিনের প্রবল বর্ষণে সৃষ্ট বানের পানিতে তলিয়েছে ১০ হাজার ২৫ হেক্টর রোপা আমন জমি। এ ছাড়াও সোয়া দুইশো হেক্টরের বেশি আমন বীজতলা তলিয়ে গেছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল।

বিলাস চন্দ্র পাল জানান, বন্যার পানিতে তলিয়ে যাওয়া রোপা আমনের জমির মধ্যে রয়েছে। জেলার কলমাকান্দা উপজেলায় দুই হাজার ৫৫ হেক্টর, দুর্গাপুরে তিন হাজার হেক্টর, সদর উপজেলায় তিন হাজার দুইশো হেক্টর, কেন্দুয়ায় এক হাজার দুইশো হেক্টর, বারহাট্রায় দুইশো হেক্টর, আটপাড়ায় ২২০ হেক্টর,পূর্বধলায় ৫০ হেক্টর, মোহনগঞ্জে ৬০ হেক্টর ও মদনে ৩০ হেক্টর জমি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, কংস নদের পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার, উব্দাখালি ৯৪ সেন্টিমিটার ও ধনু নদীর পানি ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দিন জানান, বন্যার পানি প্রবেশ করায় জেলার আটটি উপজেলার ২২১টি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালীওল্লাহ জানান, জেলার দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলায় ১৫টি মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক মুশফিকুর রহমান জানান, জেলার সাতটি উপজেলার ২৯টি ইউনিয়নের ৩১ হাজার ৪৩২টি পরিবারের প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দুর্ভোগের মধ্যে রয়েছেন। তাদের পাশে সার্বক্ষণিকভাবে রয়েছে স্থানীয় প্রশাসনের লোকজন। দুর্গতদের মাঝে বরাদ্দের ২৫ মেট্রিকটন চাউল ও নগদ একলাখ টাকা বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :