খালেদাকে সাধুবাদ নাসিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ১৯:৪০
ফাইল ছবি

জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাদুবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, দেশের মানুষ জানে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছিল বলেই তারা এই দিন তথাকথিত জন্মদিন পালন করতে চায়। কিন্তু তারা এই ধরনের অপচেষ্টার মধ্য দিয়ে মানুষের ঘৃণা কুড়াচ্ছে।

আজ মঙ্গলবার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার ইতিহাসে নতুন নতুন নেতার নাম জড়ানো হয়েছে। অনেককে নেতা বানানোর চেষ্টা করা হয়েছে। যে দেশে জনকের হত্যার দিন ভুয়া জন্মদিন পালন করা হয়, সে দেশে নতুন নতুন নেতা বানানোর অপচেষ্টাও চালানো সম্ভব।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর‌্যবেক্ষণের প্রতি ইঙ্গিত করে নাসিম বলেন, ‘২১টি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার হয়নি। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচার বন্ধ করা হয়েছে। খুনিরা যখন পার্লামেন্টে (সংসদ) ছিল, তখন তো কেউ বলেনি এই পার্লামেন্টের লোকগুলো অযোগ্য। সেদিন কোথায় ছিল আদালত?’

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে আদালত বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে না দেয়ার যেসব যুক্তি দেন তার মধ্যে ছিল, বাংলাদেশ সংসদ ও গণতন্ত্র এখনো সে রকম পরিপক্বতা অর্জন করেনি। এই সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়ালের কাছে থেকে সংসদে নেয়া হয়েছিল। আদালতের রায়ে সংশোধনীটি বাতিল করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা (পঁচাত্তরের পর) ক্ষমতায় ছিল ২১ বছর ধরে, তারা কোনো দিনও বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনিদের বিচারের উদ্যোগ নেয়নি। এমনকি তাদের পার্লামেন্টে (সংসদে) বসিয়ে পার্লামেন্ট কলঙ্কিত করেছিল। আরও দুঃখ লাগে এই কারণে যে, যখন দেখি আদালত নির্দেশ দিচ্ছেন, প্রশাসনিক হস্তক্ষেপ করছেন, তখন আমরা বলতে বাধ্য হই, কোথায় ছিল আপনাদের ন্যায়বিচার এই ২১টা বছর?’

বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা ২১টা বছর লড়াই-সংগ্রাম কর, বিএনপির নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে ইনডেমনিটি আইন বাতিল করেছে উল্লেখ করে আওয়ামী লগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তারপর আবার ওরা (বিএনপি) ক্ষমতায় এসে এটি আপিলে নিষ্পত্তি করে দিল। তখন তো একজন বিচারককেও দেখলাম না এত বড় বড় রায় দিতে। এত বড় বড় পর্যবেক্ষণ দিতে।’

নাসিম বলেন, ‘ভয় পাওয়ার লোক আমরা নই। আমরা লড়াই করে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। ন্যায্য কথা বলব। কারও সাহস নেই, ন্যায্য কথা বন্ধ করতে পারে। কোনো আদালতই বন্ধ করতে পারবে না।’

বঙ্গবন্ধুর খুনিদের অনেকের ফাঁসি কার‌্যকর হলেও ছয়জন পালিয়ে আছেন বিদেশে। তাদের ফিরিয়ে দিতে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি এম ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়া মোহাম্মদ নাসিম পরিবার পরিকল্পনা অধিদফতর আয়েজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান প্রমুখ বক্তব্য দেন সেখানে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :