বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগ গণপূর্তের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ২০:১০

জাতীয় শোক দিবস উপলক্ষে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ব্যানার ময়লার ভাগাড়ে ফেলার অভিযোগ উঠেছে গণপূর্তের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সরকারি একটি দপ্তরে সংঘটিত এ ঘটনার কঠোর সমালোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের উচ্চমহলে নালিশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত শোকসভা ও কাঙালিভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণপূর্ত অধিদপ্তরের সমালোচনা করে দেলোয়ার হোসেন বলেন, ‘গণপূর্তে কী হয় এ ব্যাপারে আওয়ামী লীগের সবাই অবগত আছেন। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সরকারি সব দপ্তরই শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ব্যানার টানিয়েছে। কিন্তু গণপূর্ত অধিদপ্তরে কোনো ব্যানার নেই।’

দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ‘বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ব্যানার টানালেও তা সরিয়ে ফেলা হয়েছে। শোনা যাচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ব্যানার ময়লার ভাগাড়ে ফেলা হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে টানানো ব্যানার গণপূর্ত অধিদপ্তরের বাথরুমের পাশে ময়লার ভাগাড়ে ফেলার অভিযোগ তোলে বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।

সংগঠনের সভাপতি ফনীন্দ্র লাল মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিসিসি দক্ষিণের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দূর কুদ্দুছ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা এ টি এম গোলাম মোস্তফা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :