বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: দোলন

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৭, ২০:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিল দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে। অথনৈতিক সমৃদ্ধি চেয়েছিলেন। চেয়েছিলেন বিশে^র বুকে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে। আর তিনি না থাকলেও তাঁর দেশরতœ কন্যা শেখ হাসিনা নেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় এক সভায় এসব কথা বলেন। বাংলাদেশ কৃষক লীগ আলফাডাঙ্গা উপজেলা শাখা এই সভার আয়োজন করে। কৃষক লীগ কার্যালয়ে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগ সভাপতি সোলায়মান আহমেদ। বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শেখ শওকত হোসেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন।

আরিফুর রহমান দোলন বলেন, ‘১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে হবে। আগামী দিনে অত্যন্ত সতর্কভাবে পথ চলতে হবে। যে কুচক্রিরা বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে হত্যা করেছিল তারা তাদের চেতনা থেকে বিচ্যুতে হয়নি। এটা পরিষ্কার।  এই কারণে তারা আগস্ট মাসেই বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য হামলা করেছিল।’

তিনি বলেন, ‘জঙ্গি অথবা জঙ্গিদের দোসররা যেন কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আমাদের লক্ষ্য স্বাধীন স্বার্বভৌম দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। সেই অর্জন যেন আমাদের সম্ভব হয় সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে কেউ যেন ভুলুন্ডিত করতে না পারে। আমরা যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করতে পারি। অযোগ্য ব্যক্তি ও কোনো অন্যায্য দাবির কাছে মাথা নত না করি। সেদিকে সবাই খেয়াল রাখবেন।’  

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের খুঁজে বের করে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়ে আরিফুর রহমান দোলন বলেন, ‘বঙ্গবন্ধুর যে সব হত্যাকারী এখনো দেশের বাইরে লুকিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি কার্যকর করা হোক। এই ব্যপারে আমরা জোরালো দাবি জানাই।’  

তিনি বলেন, ‘উন্নয়নের জন্য এই অঞ্চলের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মানুষের কল্যাণে সবার ঐক্য প্রয়োজন। নেত্রী যাকে ভালো মনে করবেন আগামীতে ফরিদপুর-১ আসনে মনোনয়ন দেবেন। এটা পুরোপুরি নেত্রীর ইচ্ছে। এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা ঠিক হবে না।

ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘কে এমপি হলাম আর কে হলাম না এটা না দেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করবো। তবে যে ব্যক্তি সৎ, মানুষের জন্য কাজ করবে জনগণ এমন মানুষকে নৌকার প্রার্থী হিসেবে চাইতেই পারে। বঙ্গবন্ধুর স্বপ্নও ছিল সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা। তার স্বপ্ন বাস্তবায়ন হবে আমরা সেই প্রত্যাশা করছি।’

(ঢাকাটাইমস/ ১৫ আগস্ট/ প্রতিনিধি/ এইচএফ)