টুঙ্গিপাড়ায় ৪০ হাজার লোকের মেজবান

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২০:৪৯ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ২০:৪৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪০ হাজার লোকের মেজবানের আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে এই মেজবানের আয়োজন করা হয়।

এই নিয়ে ২৬ বার মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার এলাকায় মেজবানের আয়োজন করা হয়।

এবার মেজবানে ২৫ হাজার মুসলিম এবং ১৫ হাজার হিন্দুসহ অন্য ধর্মের মানুষের জন্য খাওয়ার আয়োজন করা হয়। মুসলিমদের জন্য ২৬টি গরু এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য প্রয়োজনীয়সংখ্যক ছাগল ও মুরগির মাংসের ব্যবস্থা করা হয় বলে আয়োজকরা জানান।

মেজবান আয়োজনের জন্য চট্টগ্রামের বিখ্যাত বাবুর্চি মোহাম্মদ হোসেন নেতৃত্বে ৫০ জনের একটি দল দুই দিন আগে গোপালগঞ্জ আসে।

মুসলিমদের জন্য বঙ্গবন্ধুর মাজার সংলগ্ন সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য বালাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেলে তৈরি করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত এই মেজবান চলে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :