নেত্রকোণায় বন্যার পানিতে দুই জনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ২৩:১২

নেত্রকোণার কলমাকান্দায় বন্যার পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- উপজেলার চকপাড়া গ্রামের মকবুল হোসেন (১২০) ও মন্ডলেরগাতি গ্রামের আব্দুল মন্নানের ছেলে জামাল মিয়া (৫০)।

কলমাকান্দা থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা সোয়া দুইটার দিকে মকবুল হোসেন চা খেতে বাড়ির অদুরে কালিহলা বাজারে যাচ্ছিলেন। পথে বন্যার পানিতে ডুবো রাস্থা পাড়ি দেয়ার সময় পিছলে পড়ে যান পানিতে। পড়ে স্থানীয়রা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে

কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক।

অপর নিহতের বিষয়ে তিনি জানান, বেলা দেড়টার দিকে জামাল মিয়া ধান ভাঙার মেশিনের হলার নিয়ে নৌকায় চড়ে যাচ্ছিলেন উদয়পুর বাজারে। বাজারের কাছাকাছি পৌঁছলে বন্যার পানির তোড়ে হেলে যাওয়া খুঁটির সাথে সংযুক্ত পল্লীবিদ্যুতের ঝুলন্ত তার নৌকাটির সাথে লেগে যায়। এ সময় জামাল মিয়া তারে হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুতের স্পর্শে ছিটকে পানিতে পড়ে যান। স্থাানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানায় দুইজনের বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান মিজানুর রহমান।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :