পদ্মায় পানি বৃদ্ধি, কাঁঠালবাড়ীর ২নং ফেরিঘাট বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৩:৫২
ফাইল ছবি

পদ্মায় পানি বেড়ে কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ২নং রোরো ফেরিঘাটের রাস্তা তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে ঘাটটি। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। বুধবার সকাল থেকে এই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় দ্রুতগতিতে বাড়ছে পানি। ফলে সকালে রোরো ফেরি ঘাটের পন্টুন ও ফেরিতে প্রবেশ পথ তলিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী যাত্রী মোহাম্মদ আলী বলেন, কাঁঠালবাড়ী ঘাটের ২নং ঘাট দিয়ে ফেরি উঠার পথ পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। এই ঘাট দিয়ে ফেরি পারাপার বন্ধ রয়েছে এবং বেশ যানজটও রয়েছে।’

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, পদ্মায় দ্রুত পানি বাড়ছে। গতকাল ১নং ফেরি ঘাটটিও তলিয়ে গেছিল। যেটি ঠিক করা হয়েছে। ভোরের দিকে আবার ২নং ঘাটটিও তলিয়ে গেছে। ঘাট দ্রুত সংস্কারের জন্য কাজ চলছে।’

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :