জামালপুরে ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি, দুর্ভোগ চরমে

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৪:৫১

জামালপুরে এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। যমুনার নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ছয় উপজেলার ৫০ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জেলার তিন লক্ষাধিক বানভাসী।

গত দুই দিনের বন্যার পানি তোড়ে দুই কিশোর নিখোঁজ ও এক শিশুর মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ঘর-বাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বন্যা কবলিত এলাকার মানুষরা। বাড়ি-ঘর ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু বাঁধ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বন্যার্তরা। অনেকেই ঘরে মাচা করে রয়েছে।

বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সংকট দেখা দিলেও ৬০ থেকে ৭০ ভাগ বানভাসী মানুষের ভাগ্যে এখনও কোন ত্রাণ সহায়তা জুটেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বলেছেন, বন্যার্তদের জন্য ১২৮ মেট্রিক টন চাল ও ১ লাখ ৯০ হাজার টাকা ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :